এটি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ৩নং ধামইর ইউনিয়নের নিজামপুর মৌজায় অবস্থিত।
এলজিইডি নার্সারী টি দিনাজপুর জেলা শহর থেকে বোচাগঞ্জ গমী রাস্তা সংলগ্ন নিজামপুর মৌজায় অবস্থীত, এখানে বাস, ট্রেন, রিক্সা, ওটোরিক্সা, বাই সাইকেল, ভ্যান, মটর সাইকেল ইত্যাদি যোগে যাওয়া যায়।
০১৭১৭৯৪৮৮৯৩
এলজিইডি নার্সারী টি দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের নিজামপুর মৌজায় অবস্থিত। এটি মনোরম পরিবেশ সমৃদ্ধ। এখানে পিকনিক ও কমিউনিট সেন্টারের সুব্যবস্থা রয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থানের মানুষ পিকনিক, বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান পালন করতে আসে। এছাড়াও মনুষ এখানে নিরিবিলি পরিবেশে আত্ম প্রসান্তির জন্য সময় কাটিয়ে থকে। এ ছাড়াও দুরের পর্যটকদের জন্য এখানে রেস্টহাউজেরও ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস