Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চেয়ারম্যান- মোঃ মসলেম উদ্দীন মোবাইল নম্বর ০১৭৩৬২৩২১২০, সচিব- মোঃ রবিউল ইসলাম মোবাইল নম্বর ০১৭৪০৮২৫০২৫, উদ্যোক্তা- সঞ্চয় চন্দ্র দেব শর্মা মোবাইল নম্বর ০১৭৩১৯৮৯৬৪৩।


শিরোনাম
কৃষি উপকরণ সহায়তা কার্ড হালনাগাদ করণ
বিস্তারিত

০৩ নং ধামইর ইউনিয়নের কৃষক দের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড পুনরায় হাল নাগাদ করা হচ্ছে। যার পূর্বে কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন তাদের তাদের পুরাতন কার্ড পরিবর্তন করে নতুন কার্ড দেওয়া হচ্ছে এর যেসব কৃষক পূর্বে কৃষি উপকরণ কার্ড করতে পারেন নি তাদেরকে নতুন ভাবে এই কার্ডের আওতায় আনা হচ্ছে। এই কাজে উপজেলা কৃষি অফিস থেকে মনোনিত বিএস  ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে প্রতিটি গ্রামে/পাড়া গিয়ে হালনাগাদের কাজ করতেছে। তাই ইউনিয়নর সকল কৃষকদেরকে উপজেলা কৃষি অফিসথেকে মনোনিত বিএস দের সাথে ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করে নিজে এই কার্ডের অন্তভূক্তি ও অন্তর্ভূক্তি করণ কাযে সহায়তা করা জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে

অনুরোধে

মোঃ মসলেম উদ্দীন

চেয়ারম্যান

০৩ নং ধামইর ইউনিয়ন পরিষধ

বিলল, দিনাজপুর।

 

 

 

যোগাযোগঃ  ০১৭১২৪২০৬৫৯ বিএস

               ০১৭৩৭১৮৬৮৮৪ ইউআই এস সি উদ্যোক্তা

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/09/2014