০৩ নং ধামইর ইউনিয়নের পাজর ঘেষে বয়ে গেছে পূনর্ভবা নদী।। এছাড়াও এই ইউনিয়নের আবদী জমির একটি বড় অংশ বিল এই বিলগুলোর পানি নিষ্কাষের জন্য রয়েছে নদীর থেকে ছোট কিছু লনা বা ক্লেন। বিলে ইরির মৌসুমে প্রচুর পরিমাণ ধান উৎপাদন সহ বর্ষায় বিলে ও লনাগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাও যায়। যা দিয়ে এই ইউনিয়নের জেলেদের জীবিকা নির্বাহ হয়।